Friday, December 5, 2025

যশোর উপশহরে গাঁজা বিক্রিকালে ব্যবসায়ী আটক

যশোর উপশহর এলাকায় গাঁজা বিক্রির সময় সুমন হোসেন নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে উপশহর ট্রাকস্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করে।উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে,উক্ত ক্যাম্পে কর্মরত একজন এএসআই গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক পৌনে ৯ টায় ট্রাক স্ট্যান্ডের সামনে গাঁজা বিক্রিকালে সুমন হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২শ’’গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে রাতেই মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সুমন হোসেনকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর