Friday, December 5, 2025

শার্শায় ৪২পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় বাগআঁচড়া এলাকার সেতাই গ্রাম থেকে একটি মোটরসাইকেল ও ৪২পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় বাগআঁচড়া এলাকার সেতাই জোড়া ব্রীজ পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, যশোরের শার্শা থানার নাভারণ যাদব পুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে সোহাগ আলী(৩২) ও দক্ষিণ বুরুজ বাগান গ্রামের ইয়াছিন আলীর ছেলে আলমগীর (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার আজিম সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি সিটি হান্ড্রেড মোটরসাইকেল ও ৪২পিস ইয়াবা সহ তাদের আটক করে। বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর