Friday, December 5, 2025

কাজীপাড়ায় ঘরের তালা ভেঙে নারীর লাশ উদ্ধার

যশোর শহেরের কাজী পাড়া থেকে রহিমা বেগম নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কাজীপাড়া আমতলার শরিফুল ইসলামের বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। রহিমা বেগম বেনাপোল পুটখালী গ্রামের জাকির হোসেনের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী জানায়,  নিহত রহিমা বেগমের স্বামী একজন সবজি বিক্রেতা। তারা শরিফুল ইসলামের বাড়ীতে ভাড়া থাকতেন। পরকীয়ার জের ধরে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো । এলকাবাসীর ধারণা  তিনদিন আগে রহিমা বেগমকে তার স্বামী জাকির বিশ্বাস শ্বাসরুদ্ধ করে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে । পরবর্তীতে ঘর মালিক শরিফুল ইসলাম কয়েকদিন  তাদের না দেখতে পেয়ে কল করে। মোবাইল বন্ধ পেয়ে সন্দেহ হয়। এক পর্যায় তালা ভেঙে ঘরে রহিমার লাশ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, রহিমা বেগমের লাশ উদ্ধারের পর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর