Friday, December 5, 2025

বাঘারপাড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

 বাঘারপাড়া (যশোর)  আজম খাঁনঃ যশোরের বাঘারপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ-১৭’র ফাইনাল খেলায় দোহাকুলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় দোহাকুলা ও জামদিয়া ফুটবল একাদশ প্রতিদদ্বিতা করে। বুধবার বিকাল ৪টায় দোহাকুলা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা পর্যায়ের এ ফাইনাল খেলা শুরু হয়। এ খেলায় একক আধিপত্য বিস্তার করে ৩-০গোলে জয় পায় দোহাকুলা ফুটবল একাদশ। খেলায় ১০ এবং ২৪ মিনিটে সোহান ২টি ও ১৪ মিনিটে হানজালা ১টি গোল করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন দোহাকুলা ফুটবল একাদশের সাহানুর রহমান। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জহুরপুর একাদশের আশিকুর রহমান বর্ষণ। গত ৮জুলাই উপজেলার ৯টি ইউনিয়ন এবং পৌরসভার ১টি ফুটবল টিম নিয়ে খেলা শুরু হয়। করোনার প্রকোপ বাড়ায় প্রায় দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর বুধবার শেষ হয় উপজেলা পর্যায়ের এ খেলা। এর আগে দোহাকুলা একাদশ নারিকলবাড়িয়া একাদশ দলকে এবং জামদিয়া একাদশ জহুরপুর একাদশ দলকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। এ সময় উপস্তিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, ক্রীড়া ব্যাক্তিত্ব শচীদ্রনাথ বিশ্বাস, আবুল কালাম আজাদ, গোলাম দাস্তগীর প্রমুখ। আগামী ১২ সেপ্টম্বর কেশবপুর ফুটবল একাদশের বিপক্ষে বাঘারপাড়া একাদশ যশোর শামসুল হুদা স্টেডিয়ামে মুখোমুখি হবে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর