Saturday, December 6, 2025

কেশবপুরে পথহারা শিশু শিক্ষার্থীকে বাড়ি পৌঁছে দিলো উপজেলা প্রশাসন

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে খুঁজে পাওয়া জিম খাতুন (১০) নামে শিশু শিক্ষার্থীকে পরিবারের কাছে পৌঁছে দিল প্রশাসন। ২৮জুলাই রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়।

এলাকাবাসী জানায় উপজেলার বংশীবাজারে ২৮জুলাই সন্ধ্যা ৭টার দিকে একটি মেয়ে ভ্যান থেকে নামে। কিন্তু মেয়েটি কোনদিকে যাবে বুঝতে না পেরে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করতে থাকে এবং বৃষ্টিতে ভিজতে ছিল। বাজারের স্থানীয় ৭/৮ জন তখন ওই মেয়েটির কাছে আসে। মেয়েটির পরিচয় জানতে চাইলে বলে- তার নাম জিম খাতুন।সে খুলনার ময়লাপোতা এলাকার রাজমিস্ত্রী আজিজুর রহমানের মেয়ে এবং চুকনগর আয়শা সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। সে ওখানেই থাকতো। উপজেলার পাঁজিয়া ইউনিয়নের হদ গ্রামে তার নানার বাড়ি। ওইদিন কাউকে কিছু না বলে জিম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।কিন্তু ভ্যানে উঠে ভুল পথে চলে আসে।

পরে উপস্থিত লোকজন পরামর্শ করে রাত ৯টার দিকে স্থানীয় নাইম হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে রাখে। তিনি ওই মেয়েটির ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের নজরে আসে।তাৎক্ষণিক তিনি মেয়েটিকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলামকে ওই গ্রামে পাঠান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন ঘটনাস্থলে গিয়ে মেয়েটির সাথে কথা বলে তাকে ও স্থানীয় ইউপি সদস্য নার্গিস বেগমকে সঙ্গে নিয়ে রাত ১২টা ১৫ মিনিটের দিকে হদ গ্রামের তার নানার বাড়ি নাজিম উদ্দিন সরদারের বাড়িতে যায়। সেখানে তার নানি ও খালু আবুল বাশারসহ স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাকে পৌঁছে দেওয়া হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর