Saturday, December 6, 2025

কেশবপুরবাসীকে কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদের ঈদের শুভেচ্ছা

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
২০জুলাই দুপুরে এক শুভেচ্ছা বাণীতে আলহাজ্ব আবুল হোসেন আজাদ  বলেছেন ঈদ অর্থ খুশি, কিন্তু বাংলাদেশের মানুষ করোনা দুর্যোগের পাশাপাশি জেল,জুলুম,নির্যাতন, মিথ্যা মামলা, গুম, গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতির সংস্কৃতি, মানবাধিকার লংঘনসহ সব মিলিয়ে দেশের মানুষের মনে আনন্দ নেই, ঈদের আনন্দ থেকে বঞ্চিত।

আলহাজ্ব আবুল হোসেন আজাদ আরো বলেন,পবিত্র ঈদুল আজহার মর্মার্থ উপলব্ধি করতে হলে পশু কোরবানির মধ্য দিয়ে নিজের মনের পশুত্বকে কোরবানি দিয়ে ত্যাগের মহিমায় ভাস্বর হতে হবে। পবিত্র ঈদুল আযহায় আমি কেশবপুরবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি। আপনার মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জনগণের দল বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।

আলহাজ্ব আবুল হোসেন আজাদ  বলেন, ঈদুল আজহায় আপনাদের বাড়ি যাত্রা পথে আবশ্যয় মাস্ক পরিধান করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখাবেন এবং পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন সেই কামনা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর