Saturday, December 6, 2025

যশোরে স্বামীর বিরুদ্ধে অন্তসত্তা স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ  

যশোরের অভয়নগরে সুমাইয়া আক্তার তমা (২০) নামে সাত মাসের অন্তসত্তা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী রিয়াজুল ইসলাম সুজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। গৃহবধু সুমাইয়া আক্তার তমা অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আব্দুল জলিল মোল্যা মেয়ে।
নিহতের ভাই সোহাগ হোসেন জানান, ‘প্রেমের সম্পর্কে এক বছর পূর্বে উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রিয়াজুল ইসলাম সুজনের সঙ্গে তার বোন তমার বিয়ে হয়। দরিদ্র ঘরের মেয়েকে বিয়ে করায় রিয়াজুলের পরিবার বিয়ে মেনে নিতে পারেনি। যে কারণে বিয়ের পর ভগ্নিপতি রিয়াজুল তার বোন তমাকে নিয়ে নওয়াপাড়ার ওয়াপদা মোড়ে মোজ্জামেল হোসেনের বাড়ি ভাড়া থাকত।’
তিনি আরো জানান, ‘তার ভগ্নিপতি রিয়াজুল একজন বেকার ও ভবঘুরে। টাকার জন্য তার বোনকে প্রায় নির্যাতন করত। গত রবিবার (১৮ জুলাই) ১০ হাজার টাকার জন্য বোনকে বাড়ি পাঠিয়ে দেয়। অনেক কষ্টে বাবা দুই হাজার টাকা দিলে ওই দিন বিকালে তমা নওয়াপাড়ায় চলে যায়। মধ্যরাতে রিয়াজুল ফোন করে জানায় তমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমার বোন আত্মহত্যা করেনি, ওকে গলাটিপে খুন করেছে ওর স্বামী রিয়াজুল ইসলাম সুজন। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার নাটক সাঁজিয়েছে। খুনি রিয়াজুলের ফাঁসি দাবি করছি।’
সোমবার রাতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান মুঠোফোনে জানান, সুমাইয়া আক্তার তমা নামে অন্তসত্তা এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে হত্যা না আত্মহত্যার ঘটনা। তবে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রিয়াজুল ইসলাম সুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রবিবার মধ্য রাতের পর থেকে আসামি রিয়াজুল পলাতক রয়েছে।
অভয়নগর প্রতিনিধি
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর