বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র আয়োজনে ও যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফ)’র সহযোগিতায় বৃহস্পতিবার প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে অনূর্ধ্ব-১৫ বয়সী ৪১ জন খেলোয়াড়কে। শামস্-উল-হুদা স্টেডিয়ামে সকাল নয়টা থেকে বাছাই কার্যক্রম শুরু হয়। বিভাগীয় পর্যায়ে বাছাই কার্যক্রমে অংশগ্রহণের জন্য আজ শুক্রবার চূড়ান্ত করা হবে খেলোয়াড়দের। কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে আটটা থেকে।
এর আগে সদর উপজেলার ৭০ জন, বাঘারপাড়ার ১৪ জন, অভয়নগরের পাঁচজন, কেশবপুরের একজন, মণিরামপুরের ৪৫ জন, শার্শার ২০ জন ও চৌগাছার তিনজন মিলে মোট একশ’ ৮৭ জন খেলোয়াড় বাছাই কার্যক্রমে অংশ নেয়।
বাছাই কার্যক্রম পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য জাতীয় দলের সাবেক ফুটবলার খন্দকার রাকিবুল ইসলাম, ডিএফএ’র সভাপতি আসাদুজামান মিঠু, সহসভাপতি আব্দুল মান্নান, কার্যনির্বাহী পরিষদের সদস্য আলমগীর সিদ্দিকী, সাব্বির আহমেদ পলাশ, আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম সরু চৌধুরী প্রমুখ।
রাতদিন সংবাদ







