চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ চৌগাছায় আমরাই আগামী স্বেচছাসেবক সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় আশরাফ ফাউন্ডেশনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান।সভায় সভাপতিত্ব করেন আজিমুর রহমান সোহান। সাধারণ সম্পাদক ডিএম আদরের সষ্ণলনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, বিশিষ্ট্য ব্যাবসায়ী আলহাজ, হাসিফুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপিস্থিত ছিলেন ছাত্র নেতা এইচ এম ফিরোজ,এম এ করিম, রুবেল হোসাইন, সংগঠনের সহ- সভাপতি ফাহাদ আল তামিম ও মাহী, যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, সদস্য অমিত,কাব্য, রাহাত, সিজান সহ নেতৃবৃন্দ।







