Friday, December 5, 2025

চৌগাছা কদমতলা পূর্ব পাড়া মসজিদে অনুদানপ্রদান

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ চৌগাছা কদমতলা পূর্ব পাড়া মসজিদে সংস্কার কাজ করার জন্য অনুদান প্রদান করা হয়।গতকাল রোজ শুক্রবার দুপুর ২ টার সমায় কদমতলাপূর্ব পাড়ামসজিদে অনুদানপ্রদানকরেন ৩ নংওয়ার্ড পৌরকাউন্সিলার পদ প্রার্থী সোহেলরানা উজ্জল । এ সমায় উপস্থিত ছিলেন কদমতলাপূর্ব পাড়ামসজিদ কমিটির সভাপতি মোঃরমজানআলী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,মসজিদ কমিটিরসদস্য আমির হেসেন ,মজনু হোসেন, মশিয়ার রহমান,শফিকুলইসলাম,আতিয়ার রহমান।এছাড়াউপস্থিত ছিলেন কালুমিয়া, হারুন অর রশিদ, বেল্টু হোসেনপ্রমুখ।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর