Friday, December 5, 2025

যশোরে যৌতুক মামলায় স্বামীর কারাদন্ড

যশোরে যৌতুক মামলায় নিশাদুর রহমান টিটু নামে এক ব্যক্তিকে দু’বছরের সশ্রম কারাদন্ড ও দু’ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত টিটু অভয়নগরের বারান্দি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। মামলার অভিযোগে জানাগেছে, ২০১৪ সালের ৬ অক্টোবর আসামি টিটু গুয়াখোলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে নুসরাত জাহান সোহানকে বিয়ে করেন। বিয়ের পর থেকে আসামি টিটু তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে  নির্যাতন শুরু করে।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে টিটু তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে না পেয়ে সন্তানসহ পিতার বাড়ি তাড়িয়ে দেন। ওই বছরের ১৩ নভেম্বর আসামিকে পিতার বাড়ি ডেকে মীমাংসার কথা বললে আসামি তিন লাখ টাকা যৌতুক না দিলে স্ত্রীকে নিবেন না বলে তিনি জানিয়ে চলে আসেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে ওই বছরের ১৯ ডিসেম্বর যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর