যশোরের রাজারহাট সীতারামপুর এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত প্রতিবন্ধী নারী ফিরে পেয়েছেন তার বাবা মাকে। স্থানীয়রা তাকে পেয়ে থানায় সোপর্দ করলে ১২ জানুয়ারি তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। আর ওইদিনই যোগাযোগ করেন তার পরিবারের লোকজন। এরপর বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছ থেকে তাকে মায়ের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।
গত ১১ জানুয়ারি সীতারামপুরের মৃত শেখ আমানত আলীর ছেলে মাসুদ রানা ও মৃত মনিরুল ইসলামের ছেলে রাসেল তাদের বাড়ির পাশের রাস্তায় বয়স আনুমানিক ২৫ বছরের এক অজ্ঞাত নারীকে দেখতে পান। তার সাথে কথা বলার চেষ্টা করে তারা নিশ্চিত হন তিনি প্রতিবন্ধী। এরপর ওই দিন দুপুরে তারা ওই নারীকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করেন। থানার নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা এসআই শারমিন তাকে হেফাজতে নিয়ে বিকেলে বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সাথে সমন্বয় করেন। প্রবেশন কর্মকর্তা সাইদুর রহমানের উপস্থিতিতে প্রাথমিকভবে ওই অজ্ঞাত নারীকে জাস্টিস যশোরে হস্তান্তর করেন।
পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে ওই দিনই যোগাযোগ শুরু করেন পরিবারের লোকজন। আর ওই যোগাযোগ থেকে তথ্য মেলে অজ্ঞাত নারীর নাম রেশমা। তিনি নড়াইলের লোহাগড়ার ইমরান হোসেনের মেয়ে। মানসিক প্রতিবন্ধী রেশমা ১১ জানুয়ারি বাসযোগে আপন খেয়ালে যশোর চলে আসেন, আর সীতারামপুর থেকে উদ্ধার হন। ১৮ জানুয়ারি তার মা পারুল বেগম তাকে থানার নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা এসআই শারমিনের কাছ থেকে গ্রহণ করেছেন।
রাতদিন সংবাদ







