Saturday, December 13, 2025

বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ বলায় বিএনপির নিন্দা

সম্প্রতি বেগম রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রোকেয়া রচনাবলী থেকে কিছু খণ্ডিত উদ্ধৃতি পোস্ট করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। ওই পোস্টের শিরোনামে তিনি লেখেন— ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন’। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানায় বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালার পঞ্চম দিনে বলেন, বেগম রোকেয়াকে কাফির-মুরতাদ বলায় তীব্র নিন্দা জানাই। দেশে কোনো অন্ধকার কালো শক্তির উত্থান ঘটছে কি না সে সংশয় তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট ‘ফ্যাসিবাদ থেকে মুক্তির’ পর দেশে নতুন কোনো কালো শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে কি না—এ নিয়েও শঙ্কা রয়েছে।

একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা ধর্মকে পুঁজি করে আধিপত্য বিস্তার করতে চায়, সেই সব কালো শক্তিকে রুখে দিতে হবে।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর