গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে আঞ্চলিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শহরের বি. সরকার মেমোরিয়াল হল (তসবির মহল)-এ এ কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সমন্বয়ক হাসিনুর রহমান।
কনভেনশনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা এম এ রশিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাম নেতা জিল্লুর রহমান ভিটু ও আবু হাসান।
বক্তারা বলেন, দেশ দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, দমন-পীড়ন ও বৈষম্যের মধ্যে রয়েছে। সাম্প্রতিক গণ-অভ্যুত্থনের পরও জনগণের ন্যায্য প্রত্যাশা পূরণ হয়নি। বরং সাম্রাজ্যবাদী ও উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রভাব আরও বেড়েছে।
তারা আরও বলেন, শ্রমিক, কৃষক, গরিব ও মধ্যবিত্তসহ দেশের ৯৫ শতাংশ মানুষের স্বার্থ রক্ষায় বাম ও প্রগতিশীল শক্তির ঐক্য গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে জনগণের অংশগ্রহণে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
বক্তারা জানান, জনতার মতামতের ভিত্তিতে ‘জনতার সনদ/ইশতেহার’ প্রণয়ন করা হবে এবং যৌথ নেতৃত্বে পরিচালনা কমিটি কাজ করবে। একই সঙ্গে বর্তমান সরকারের আইন-শৃঙ্খলা রক্ষা ও সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার সমালোচনা করেন তারা।








