মাসুদুর রহমান শেখ বেনাপোল: যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, দেশে বেকারত্ব বেড়ে গেছে এবং কর্মসংস্থানের অভাব মানুষের জীবনে গভীর সংকট তৈরি করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন কেন্দ্র (স্কিল সেন্টার) স্থাপনের মাধ্যমে যুবসমাজকে কর্মক্ষম করে তোলা হবে। তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা সকলের জন্য সহজলভ্য করা এবং গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া বিএনপির অঙ্গীকার।
তিনি বলেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রেখেছিলেন। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আজ গুরুতর অসুস্থ—সেজন্য দোয়া চাই।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের ৬নং রাজাপুর ওয়ার্ডে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মফিকুল তৃপ্তি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আব্দুস সামাদ।
তৃপ্তি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে আওয়ামী সরকার জনগণকে জিম্মি করে রেখেছে এবং বিএনপি নেতাকর্মীদের ওপর মামলা, হামলা ও নির্যাতন চালিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, লুটপাটে জড়িতরা দেশ ছাড়ার চেষ্টা করছে এবং স্বাধীনতা বিরোধী শক্তি আবারও সক্রিয় হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের।







