ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি জনপ্রিয় নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লেগে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) ভোরে স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন।
ইন্ডিয়া টিভির খবরে বলা হয়েছে, শনিবার মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের নাইটক্লাবটিতে আগুন লাগে। নিহতদের বেশিরভাগই রান্নাঘরের কর্মী, এছাড়া কয়েকজন পর্যটকও রয়েছেন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
গত বছর চালু হওয়া এই নাইটক্লাবটি গোয়ার রাজধানী পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
গোয়া পুলিশের মহাপরিচালক (ডিজিপি) বার্তা সংস্থা এএনআইকে জানান, আরপোরার একটি রেস্তোরাঁ-কাম-ক্লাবে দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটে। রাত ১২টা ০৪ মিনিটে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সব মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আজ গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরার আগুনে ২৩ জন প্রাণ হারিয়েছেন। তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজেপি বিধায়ক মাইকেল লোবো ঘটনাস্থল ঘুরে এসে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। গোয়ার সব নাইটক্লাবেই নিরাপত্তা পরিদর্শন করা হবে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে তিনজন নারী এবং ২০ জন পুরুষ রয়েছেন, যাদের মধ্যে কয়েকজন পর্যটকও আছেন। বেসমেন্টের দিকে দৌড়ানোর সময় বেশিরভাগ মানুষের শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।
অনলাইন ডেস্ক/আর কে-০৫







