Friday, December 5, 2025

প্রতারণার অভিযোগে মণিরামপুরে মেসার্স রাজগঞ্জ মেশিনারিজ এন্ড মোটরসের বিরুদ্ধে মামালা

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরের মেসার্স রাজগঞ্জ মেশিনারিজ এন্ড মোটরসের দু’ মালিকের বিরুদ্ধে মোটরসাইকেলের মূল কাগজপত্র না দেয়ায় প্রতারণার মামলা হয়েছে।

বৃহস্পতিবার মদনপুর গ্রামের মৃত শহর মোড়লের মেয়ে লাবনী খাতুন বাদী হয়ে আদালতে এ মামলা করেছেন। আসামিরা হলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক খালেক ও জাকির।সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক অভিযোগটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, মণিরামপুরের রাজগঞ্জ বাজারে মেসার্স রাজগঞ্জ মেশিনারিজের শোরুম। এই প্রতিষ্ঠানের মালিক খালেক ও জাকির। ২০২০ সালের ২৭ মে লাবনী খাতুন তার স্বামীর জন্য টিভিএস  মেট্রো প্লাস ১১০ সিসির একটি মোটরসাইকেল কিস্তিতে কেনেন। ওই বছরের ৩০ নভেম্বর শর্ত অনুযায়ী কিস্তির টাকা পরিশোধ করেন। আসামিরা টাকা পরিশোধের একটি মেমোও দেন। এদিন তারা মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না দিয়ে পরে নিতে বলেন। এরপর কয়েকবার তাদের শোরুমে গিয়ে মূল কাগজপত্র চাইলে না দিয়ে ঘোরাতে থাকেন। গত ১৩ জানুয়ারি পুনরায় শোরুমে কাগজপত্র আনতে গেলে মালিক খালেক এক লাখ টাকার একটি চেক দাবি করেন। এসময় অপর আসামি জাকির একই কথা বলে তাদের সাথে ঝগড়া বিবাদ শুরু করেন। এক পর্যায়ে মোটরসাইকেলের কাগজপত্র দিবেন না বলে জানিয়ে দেন। মোটরসাইকেল কিনে প্রতারিত হয়ে তিনি আদালতে মামলা করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর