ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মুহূর্তেই চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন সন্ন্যাসী বিশ্বাসের স্ত্রী শ্রীমতি কাজল রানী বিশ্বাস। আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাদের বসতঘরসহ সব আসবাবপত্র ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী। নিঃস্ব হয়ে পড়েন পরিবারটি।
দুর্যোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিতে ঘটনাস্থলে ছুটে যান যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী। তিনি অগ্নিদগ্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন এবং পুনরায় ঘর নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তারই অংশ হিসেবে শুক্রবার নির্মাণাধীন ঘর পরিদর্শন শেষে কাজল রানী বিশ্বাসের হাতে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন তুলে দেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ধানের শীষের এই প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী।
টিন হস্তান্তরের সময় সাবিরা নাজমুল মুন্নী বলেন, “মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। আগুনে সব হারানো এই পরিবারটি যেন নতুন করে মাথা গোঁজার ঠাঁই পায়, সে লক্ষ্যেই আমাদের এই সহযোগিতা। ভবিষ্যতেও তাদের পাশে থাকব।”
ক্ষতিগ্রস্ত কাজল রানী বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সব কিছু হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। নতুন ঘর করার টিন পাওয়ায় আবার বাঁচার আশা ফিরে পেয়েছি।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি এমন মানবিক সহায়তা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।







