Friday, December 5, 2025

যশোরে শ্বশুরকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি ৬৬ বছরের বৃদ্ধ

যশোরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আমির হামজা (৬৬) নামে এক বৃদ্ধ। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সমষপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর রাত  ২টার দিকে সমষপুর সাকিনে বিবাদীদের বাড়িতে গেলে ভিকটিমের ওপর হামলা চালানো হয়। অভিযোগ করা হয়েছে—স্থানীয় ইসরাফিল (২০), নাঈম (২৫), তানজিলা (১৮), আব্দুল মমিন (৬৫), সুন্দরী (৫৫) এবং শাহানারা (৫০) মিলে আমির হামজাকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।

আহত আমির হামজা যশোর সদর উপজেলার চুরুমনকাঠি গ্রামের মৃত মহতম উদ্দিন বিশ্বাসের ছেলে। ঘটনার পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। তবে প্রাথমিক তথ্য তদন্ত করছে সংশ্লিষ্ট পুলিশ ইউনিট।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর