যশোরের চাঁচড়া ফাঁড়ির পুলিশ একটি স্টিলের বার্মিজ চাকুসহ আব্দুর রহমান আসাদ (৩২) নামে এক যুবককে আটক করেছে। আসাদ শংকরপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, গত ২৬ নভেম্বর সন্ধ্যার দিকে গোপন সূত্রে তারা জানতে পারেন শংকরপুর ইসহাক সড়কের শুকুর আলীর ভাংড়ির দোকানের সামনে কতিপয় যুবক ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ক্ষমতার দাপট দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। সংবাদ পেয়ে তিনি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানে যান। পুলিশ উপস্থিত দেখে যুবকরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আসাদকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে একটি স্টিলের বার্মিজ চাকু জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাতদিন সংবাদ







