যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাপ্পি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তিনি নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (গোল্ডেন) এর ছোট ভাই।
আজ বৃহস্পতিবার বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা শংকরপাশা ফারাজী পাড়ায় অনুষ্ঠিত হবে এবং গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।







