যশোর সরকারি এমএম কলেজে ২০১৫ সালের ২৩ নভেম্বর ছাত্রলীগের নৃশংসতায় নিহত দুই মেধাবী শিক্ষার্থী—হাবিবুল্লাহ হোসাইন ও কামরুল হাসানকে স্মরণ করে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজের আব্দুল হাই কলা ভবনে আয়োজিত অনুষ্ঠানটি শোকাবহ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিহত হাবিবুল্লাহর বাবা নিয়ামত আলী এবং নিহত কামরুলের বাবা মোহাম্মদ আলী। সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস. এম. শফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন উপাধ্যক্ষ এ. কে. এম. রফিকুল ইসলাম, অধ্যাপক সাজ্জাদুল ইসলাম এবং আয়োজক অধ্যাপক মুকুল হায়দার।
ছাত্রদল, শিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতারাও সেখানে বক্তৃতা দেন। শেষে কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম আমজাদ হোসেন নিহত দুই শিক্ষার্থীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।







