মাসুদুর রহমান শেখ, বেনাপোল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে নির্বাচনী প্রস্তুতি ও সামাজিক সম্পর্ক উন্নয়নে বেনাপোল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাগজপুকুর গ্রামে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় স্কুল মাঠে এ বৈঠক হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। ধানের শীষ প্রতীকের মনোনীত সাবেক সাংসদ ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “বিএনপি উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
স্থানীয় নেতারা জানান, শার্শা আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ধারাবাহিকভাবে উঠান বৈঠক ও গণসংযোগ চলছে।
অনুষ্ঠানে যশোর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







