বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী বিজিবির বিশেষ টহলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সাদিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে রিপন হোসেন (২৮) এবং নামাজ গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে রাব্বি (২৭)। তারা দু’জনই বেনাপোল পোর্ট থানার বাসিন্দা।
অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, কীটনাশক, চকলেট, ঘাস বীজ, সার্জিক্যাল সামগ্রী ও কসমেটিক্সসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। আটক দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।







