Friday, December 5, 2025

চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, নাগরিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ এবং সুশাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে একদিনের নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় চৌগাছা প্রাথমিক শিক্ষক ভবনে এ প্রশিক্ষণ আয়োজন করে আশরাফ ফাউন্ডেশন। মানুষের জন্য ফাউন্ডেশন-এর ব্যবস্থাপনায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

এতে (SHG) গ্রুপের সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষদের লিডারশিপ ও ব্যবস্থাপনা বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয়।

আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আশরাফ এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের বিভাগীয় শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিম।

এছাড়া আশরাফ ফাউন্ডেশনের ফিল্ড ভলেন্টিয়ার সোনালী আক্তার, আছমা খাতুন ও আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর