শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ উপলক্ষে র্যালি, স্টল প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল এবং পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদাম নন্দী, শহর আলী, আতিয়ার রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভার আগে অতিথিরা বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।







