Friday, December 5, 2025

যশোরে অমিতের পক্ষে মৎস্যজীবী দলের নির্বাচনী প্রচারণা অব্যাহত

যশোরে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অব্যাহত রেখেছে যশোর জেলা মৎস্যজীবী দল। সোমবার সন্ধ্যার পর নেতাকর্মীরা ফতেপুর ইউনিয়নের মান্দারতলা–সহ আশপাশের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করেন। এ সময় তারা পথসভাও আয়োজন করেন।

পথসভায় বক্তব্য রাখেন যশোর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, অনিন্দ্য ইসলাম অমিতের বিকল্প নেই। অমিতের বিজয় নিশ্চিত করা আমাদের একমাত্র লক্ষ্য। ভোটের দিন যত দ্রুত সম্ভব সবাইকে নিজের ভোট নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়–স্বজন যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়েও মৎস্যজীবী দলকে সক্রিয় থাকতে হবে।

আরও উপস্থিত ছিলেন—যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল মামুন তুষার, সদস্য আনসার আলী, জাকির হোসেন মিঠু, সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব শহিদুল হক পাপ্পু, সচিব বোরহান উদ্দিন নাসিম, রোকনুজ্জামান, মাসুম বিল্লাহ, নগর মৎস্যজীবী দলের নেতা ইউসুফ বিশ্বাস সোহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি গোলাম হোসেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর