Friday, December 5, 2025

ভারতীয় ইউটিউব চ্যানেলের মিথ্যাচার নিয়ে অমিতের নিন্দা

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক ইউটিউব চ্যানেল “আর ডট বাংলা”–তে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘অমূলক ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, উক্ত চ্যানেলের দুই আলোচক বাংলাদেশের রাজনীতি নিয়ে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ভ্রান্ত মন্তব্য করেছেন। বিশেষ করে যশোরকে কেন্দ্র করে নাকি ভারতবিরোধী রাজনৈতিক পরিকল্পনা করা হয়েছে—এ ধরনের দাবি তিনি সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেন।

অমিত বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের কিছু গণমাধ্যম ও ইউটিউব চ্যানেলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নানা রকম উদ্ভট ও মনগড়া গল্প ছড়ানো হচ্ছে। পাকিস্তানের কোনো নেতা যশোরে এসেছেন—এ ধরনের কথিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি একেবারেই অবাস্তব ও চলচ্চিত্রসুলভ গল্প ছাড়া কিছু নয়।

তিনি আরও জানান, তাঁর চাচাতো ভাই ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানকে হিজবুত তাহরিরের সদস্য বলে প্রচার করা হয়েছে—যা তাঁর ভাষায় “নিন্দনীয় ও সম্পূর্ণ অসত্য”।

এ ছাড়া আরও কয়েকজন পরিচিত ব্যক্তিকে নিয়ে একই রকম ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগও করেন তিনি। গবেষণা ও ইসলামী শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘আদ দ্বীন’-এর নির্বাহী পরিচালক ডা. মহিউদ্দিন দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকলেও ভারতীয় কিছু গণমাধ্যম তাঁকে নাকি সিসিটিভি ফুটেজে দেখা গেছে বলে দাবি করছে—যা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বলেই তিনি উল্লেখ করেন।

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “সাম্প্রতিক সময় ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশি নেতাদের ভাবমূর্তি নষ্ট করতে কল্পনার ওপর ভিত্তি করে ‘মজাদার গল্প’ বানাচ্ছে। এতে আমি বিচলিত নই; জনগণ ইতোমধ্যেই এসব অপপ্রচারের স্বরূপ বুঝে ফেলেছেন।”

তিনি শেরে বাংলা এ. কে. ফজলুল হকের একটি বিখ্যাত কথা উল্লেখ করে বলেন, “ভারতের সংবাদপত্রে আমার বিরুদ্ধে লেখা হলে বুঝব আমি সঠিক পথে আছি; আর পক্ষে লেখা হলে বুঝব আমি ভুল পথে আছি।”

বিবৃতির শেষাংশে তিনি দুঃখপ্রকাশ করে বলেন, “দুঃখজনকভাবে ভারতীয় মিডিয়ার এই অপসংস্কৃতি আজও বজায় আছে।” একই সঙ্গে তিনি দেশবাসীকে মিথ্যাচার-নির্ভর, ভিউ-নির্ভর কনটেন্ট নির্মাতাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর