যশোরে ৫ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে স্কুলের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর অভিভাবক যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে ছাত্রীর বাবা উল্লেখ করেন, রহমতপুর সরোজিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম নিয়মিত তার মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেন এবং খারাপভাবে শরীরে স্পর্শ করেন। এ ঘটনা জানাজানি হলে ছাত্রীটি ভয়ে স্কুলে যেতে না চাইলে পরিবার কারণ জানতে চাইলে পুরো ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে অভিভাবক আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযুক্ত সহকারী শিক্ষক তরিকুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনটি কেটে দেন।
যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন,
লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিওকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিশেষ প্রতিনিধি







