যশোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়কে কেন্দ্র করে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছে জুলাই যোদ্ধা সংগঠন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি দড়াটানা, মুজিব সড়ক, জজ কোর্ট চত্বর ও প্যারিস রোড প্রদক্ষিণ করে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা রায় দ্রুত কার্যকর করার দাবিও জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সংগঠনের আহ্বায়ক আহাদ হোসাইন, সদস্য সচিব রাকিবুল ইসলাম, জুলাই যোদ্ধা এনাম সিদ্দিক, ইমন কবির, মিলন হোসেন, আবিদ হাসান, নুর হোসেন, ইমন বিশ্বাস, এহসানুল হক, রমজান আলী, মিরাজুল ইসলাম, নিহত ইমতিয়াজ আহম্মেদ জাবিরের বাবা নওশের আলী, শহীদ আব্দুল্লার বাবা আব্দুল জব্বার, শহীদ তৌহিদুর রহমান রানার স্ত্রী নাসরিন আক্তারসহ জাবির হোটেল দুর্ঘটনায় শহীদ পরিবারের সদস্যরা।
রাতদিন সংবাদ







