সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের রায় ঘোষণার পর যশোরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যার পর ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, শেখ হাসিনা আসবে, ফাঁসির দড়িতে ঝুলবে, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত— এমন শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো যশোর শহর। পরে মিছিলটি দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনাকে ভারতে রেখে ফাঁসির রায় ঘোষণায় স্বস্তি নেই। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। অন্যথায় আমরা আবার রাজপথে নামতে বাধ্য হবো। মিছিল শেষে জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,গত ১৭ বছর আমরা নানা ধরনের নির্যাতন–নিপীড়নের শিকার হয়েছি, বাড়িছাড়া হয়েছি। আজকের রায়ে এনসিপি সন্তোষ প্রকাশ করেছে। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদীদের জন্ম হতে দেওয়া হবে না। কেউ ফ্যাসিবাদী আচরণ করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, এখনও ছাত্রলীগ–যুবলীগের কিছু সদস্য নানা অপকর্ম করে বেড়াচ্ছে। প্রশাসনকে দ্রুত তাদের আটক করার আহ্বান জানাই। একইসঙ্গে শেখ হাসিনার ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।
সমাবেশ শেষে দড়াটানায় এনসিপির নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ করেন।
কর্মসূচীতে আরও অংশ নেন যুগ্ম সমন্বয়ক সালমা আক্তার আশা লতা , সাজিদ সারোয়ার সদস্য আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক, যুবশক্তি যশোর জেলা শাখার আহবায়ক ইমদাদ হোসেন ,যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম , সংগঠক রিয়াজুল ইসলাম রিয়াজসহ অন্যান্যরা।
বিশেষ প্রতিনিধি







