Friday, December 5, 2025

যশোরে আমবাগান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোগা বাগানপাড়া এলাকার একটি আমবাগান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মোজাম্মেল হকের ভাই দরুদ আলী কবরের ভেতরে কাঠের গুঁড়া ভরা দুটি বালতি দেখতে পান এবং একটি বালতি বাইরে তোলার পর ককটেল চোখে পড়ে। বিষয়টি তিনি দ্রুত পরিবারের সদস্যদের জানান। পরে তারা গোগা বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবির মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়।

সংবাদ পেয়ে শার্শা থানার এসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দুটি বালতি থেকে মোট ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, কারা কবরস্থানের ভেতর ও বাইরে এসব ককটেল রেখে গেছে তা এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর