Friday, December 5, 2025

যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ-সভাপতি রউফ আটক

যশোরে বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি  আব্দুর রউফকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।  শুক্রবার রাতে বিশেষ অভিযানে পুলেরহাট কৃষ্ণবাটি এলাকার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে । বর্তমানে তিনি থানায় হেফাজতে আছেন। তিনি ওই গ্রামের মৃত মুন্সী আফসার উদ্দিনের ছেলে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি সাম্প্রতিক যুবলীগ ও ছাত্রলীগের মিছিলের ঘটনাতেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, সার্বিক বিষয় নিয়ে তাকে  রাতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। সকালে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

বিশেষ প্রতিনিধি


আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর