Friday, December 5, 2025

যশোরে জিডি করার ৫ ঘণ্টার মাথায় সেই কিশোরীকে উদ্ধার করল পুলিশ

যশোর সদর উপজেলার মিরালাউখালি গ্রামের নিখোঁজ হওয়া কিশোরী মাহফুজা খাতুনকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বাঘারপাড়ার নাড়িকেলবাড়িয়ার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই নকিব ইকবাল হোসেন। এর আগে মেয়েকে হারিয়ে তার মা তানিয়া খাতুন শুক্রবার বিকেলে থানায় সাধারণ ডায়েরি করেন।

তদন্ত কর্মকর্তা এসআই নকিব ইকবাল হোসেন জানান, তাৎক্ষণিক তার নেতৃত্বে একটি টিম উদ্ধার অভিযানে নামে। মোবাইল ফোনের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারনেই তিনি এক স্বজনের বাড়িতে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এছাড়া মাহফুজার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বাধ্য হয়ে থানায় জিডি করেন।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর