Friday, December 5, 2025

যশোরে কিশোরী নিখোঁজ

যশোর সদর উপজেলার মিরালাউখালি গ্রামের কিশোরী মাহফুজা খাতুনের খোঁজ পাচ্ছেন না তার পরিবার। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকেই তার কোনো খোঁজ নেই। শুক্রবার মাহফুজার মা তানিয়া খাতুন এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মা তানিয়া জানান, বাড়ি থেকে সে ভালোভাবেই বের হয়েছিল। কিন্তু আর ফিরে আসেনি। এছাড়া মাহফুজার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বাধ্য হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মাহফুজার উচ্চতা আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং স্বাস্থ্য হালকা-পাতলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কফি রঙের থ্রি-পিস এবং পায়ে সাদা বার্মিজ স্যান্ডেল।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর