Friday, December 5, 2025

কুয়াদায় মণিরামপুর বিএনপির ধানের-শীষ প্রাথীদের মিছিল ও পথসভা

শামিম হোসেন, কুয়াদা (যশোর) প্রতিনিধিঃ যশোর -৫  মণিরামপুর আসনে বিএনপির প্রাথীদের ধানের শীষের প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে কুয়াদা বাজারে ধানের-শীষ প্রাথীদের মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ভোজগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর সাত্তার দফাদার এর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, ধানের শীষের প্রাথী মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড শহীদ ইকবাল হোসেন। প্রাথী মরহুম আবু মুসার জ্যৈষ্ঠ পুত্র বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন।
অন্যান্য মধো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, যশোর সদর উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু,  মোঃ আলী, ভোজগাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু প্রমুখ।
পথ সভায় নেতৃবৃন্দ বলেন, ধানের শীষে প্রাথী যে হবেন আমরা  তাকেই ভোট দিয়ে বিজয়ী করবো।
আর কে-০১
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর