Friday, December 5, 2025

দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে: নিজামদ্দিন অমিত

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক মোঃ নিজামদ্দিন অমিত বলেছেন, ভারতের পরিকল্পনায় ও শেখ হাসিনার নির্দেশে যে লকডাউন কর্মসূচী দেওয়া হয়েছিলো, বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে। আজ (১৪ নভেম্বর) বিকাল ৩টায় জাগপা’র ৭দফা বাস্তবায়নের দাবিতে যশোর জেলা জাগপা’র উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মোঃ নিজামদ্দিন অমিত তার বক্তব্যে আরও বলেন “আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায়ের মাধ্যমে দেশের জনগণ ন্যায় বিচার পাবে বলে আমরা আশা করি। তবে ভবিষ্যতে পুরাতন বা নতুন ফ্যাসিবাদ যেন বাংলার মাটিতে জেগে উঠতে না পারে সেজন্য আমাদের লড়াই চলবে। যারা আওয়ামী লীগের মামলা তুলে নিতে চান, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চান, আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে জবাব দিবে ইনশাআল্লাহ।” অমিত বলেন, “হাসিনামুক্ত বাংলাদেশে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন চলবে না। কথা পরিষ্কার, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ।

তিনি অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, বিএনপি জামায়াতসহ সকল গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে বার বার প্রহসনের জাতীয় নির্বাচন আয়োজন করে হিন্দুস্তানের দালাল জি এম কাদের এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি নিয়ে নির্বাচন করতে চায়। গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি জনগণ নিষিদ্ধ করেছে।

অমিত বলেন, “জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার জন্য হাসিনা প্রশাসন এবং নির্বাচনের আগেই ক্ষমতায় চলে আসা নতুন দলীকরণ মুক্ত প্রশাসন লাগবে। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।

বিক্ষোভ মিছিলটি শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাগপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলার অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, জেলা শাখার বজলু হাত্তলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হোসেন, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডাঃ রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু, জাগপা নেতা মঞ্জুর রহমান, সৌরভ বিশ্বাস, মোজফফর, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুর কাদের, মিলন হোসেন, ইমামুল ইমাম, আনছারুল হক, ফয়সাল হোসেন, শেখ রিফাত হোসেন প্রমুখ।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর