যশোরে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা এক যুবতীকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। শুক্রবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তার মৃত্যু নিশ্চিত করা হয়।
নিহতের নাম শাহিনা বেগম (২৮)। তিনি যশোর কোতোয়ালি মডেল থানাধীন বারান্দিপাড়া মোল্লাপাড়া আমতলার কোরবান মোল্লার স্ত্রী।
স্বজনেরা জানায়, শাহিনা বেগম গত ২-৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়িতে অবস্থানকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে চিকিৎসক জানান, মৃতদেহে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। মৃত্যুটি স্বাভাবিক নাকি অন্য কোনো কারণে হয়েছে তা নির্ণয়ের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা পুলিশ।
রাতদিন সংবাদ







