যশোর আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ মোট ১৩টি পদে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লইয়ার্স কাউন্সিল ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীরা পৃথকভাবে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু মোর্ত্তজা ছোট ও রেফাত রেজওয়ান সেতু মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে কেউই নির্বাচনে অংশ নেননি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা হলেন, সভাপতি পদে সৈয়দ এ.এইচ. সাবেরুল হক সাবু, সহসভাপতি পদে গোলাম মোস্তফা (১), সাধারণ সম্পাদক পদে এম.এ. গফুর, যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু, সহসম্পাদক পদে সেলিম রেজা,
গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল,সদস্য পদে মুন্সি মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী।
লইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে আব্দুল লতিফ, সহসভাপতি পদে আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে আ.ক.ম. মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মনিরুল ইসলাম ও আব্দুল করিম মণ্ডল,গ্রন্থাগার সম্পাদক পদে শাহরিয়ার হক রিফাত,
সদস্য পদে শফিকুল ইসলাম ও আজহারুল ইসলাম।

গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে বাসুদেব বিশ্বাস এবং সহকারী সম্পাদক পদে আশরাফুল আলম। দুপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, অ্যাডভোকেট আব্দুল মোহায়মেন, মোহাম্মদ ইসহাক, মঈনুল হক খান ময়না, আমিনুর রহমান, আব্দুল লতিফ লতা, আরিফুল ইসলাম শান্তি, হাসানুর রহমান আসাদ, আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান খান প্রমুখ।
লইয়ার্স কাউন্সিলের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ইমামুল হাসান, মাফুজুর রহমান, মঞ্জুর কাদের আশিক, রুহিন বালুজ, আলমগীর সিদ্দিক, শাহরিয়ার হক রিফাত, রেজাউল করিম, আজহারুল ইসলাম, আব্দুর রহমান সোহাগ ও তাজউদ্দিন আহম্মেদ। গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজী ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান বুলু, মোস্তফা হুমায়ুন কবির, দেবাশীষ ভট্টাচার্য, স্বপন ভদ্র, প্রশান্ত দেবনাথ ও শাহরিয়ার বাবু।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী জানান, আগামী ১৬ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা আইনজীবী সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। এবারের নির্বাচনে ৫৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জুমার নামাজের বিরতি থাকবে।
রাতদিন সংবাদ







