যশোরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক চোর। বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আটক হাসান খুলনা জেলার আড়ংঘাটা থানার বকুলতলা এলাকার আজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে হাসান গরু চুরির উদ্দেশ্যে কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামের মো. বাহারুল ইসলাম ও পলাশের বাড়িতে পিকআপ নিয়ে প্রবেশ করে। এ সময় গরু ট্রাকে তোলার প্রস্তুতি নিতে গিয়ে স্থানীয়রা টের পেয়ে তাড়া করে। এসময় চোর ও গ্রামবাসীর সংঘর্ষে দুইজন আহত জন। অন্যরা পালিয়ে গেলেও হাসানকে হাতে-নাতে ধরে ফেলে।
খবর পেয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত চোর হাসানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। একই ঘটনায় আহত হয়েছেন গরুর মালিক বাহারুল ইসলাম ও পলাশও। বর্তমানে চোর ও ভুক্তভোগী উভয়েই হাসপাতালের চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, স্থানীয়দের সহযোগিতায় গরু চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
রাতদিন সংবাদ







