Friday, December 5, 2025

যশোরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বকারী রাতুল আটক

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে কয়েকজন যুবক যশোর শহরতলীতে ঝটিকা মিছিল করেছে সোমবার বিকেলে।  মিছিলে সাদা গেঞ্জি পরে সামনে থেকে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য চাঁচড়ার রাশেদুল ইসলাম রাতুল। সোমবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে থানায় হেফাজতে রেখেছে। মিছিলে তারা ‘শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই—রাজপথ ছাড়ি নাই’ স্লোগানের পাশাপাশি নানা  স্লোগান দেয়।

স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৩টার দিকে যশোরের ধর্মতলা মোড় থেকে চাঁচড়া চেকপোস্টগামী সড়কের একটি পাম্পের সামনে অল্প দূরত্বজুড়ে এই ঝটিকা মিছিল হয়। মুহূর্তেই মিছিলটি শেষ হয়ে যায়। এতে ১২ থেকে ১৫ জন কিশোর-যুবক অংশ নেয়। অধিকাংশের মুখে মাস্ক ছিল।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, রাতে বিশেষ অভিযানে রাতুলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, রাতুল যশোর-৩ আসনের সাবেক সাংসদ কাজী নাবিল আহমেদের অনুসারী। তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরানের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর