যশোর-৫ আসনের (মনিরামপুর) সাবেক এমপি ইয়াকুব আলীর মালিকানাধীন সিটি প্লাজা থেকে এক আওয়ামীলীগ কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক ব্যক্তির নাম মনিরুজ্জামান, তিনি মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে । সন্ধায় যশোর শহরের সিটি প্লাজা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি মো. মঞ্জুরুল হক ভূঞা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আবু হাসানের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায় সেখানে। এসময় সন্দেহভাজনভাবে অবস্থান নেওয়া মনিরুজ্জামানকে আটক করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, পুলিশ ও স্থানীয় একটি সূত্র জানিয়েছে মনিরুজ্জামান ছিলেন সাবেক এমপি ইয়াকুব আলীর ঘনিষ্ট সহযোগি। তার নানা অপকর্মের সাক্ষী ছিলেন তিনি। এমপি ইয়াকুবের ক্ষমতার দাপটে বেপরোয়া হয়ে উঠেছিলেন।







