Friday, December 5, 2025

যশোর থেকে খেলা দেখতে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় দুইজন আহত

যশোর থেকে মাগুরায় খেলা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। তারা হলেন ঝিকরগাছা উপজেলার রহিরামপুর গ্রামের মিন্টুর ছেলে রাসেল এবং একই গ্রামের আলমগীরের ছেলে নাইম। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতরা জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনজন একটি মোটরসাইকেলে করে মাগুরার মোহাম্মদপুরে খেলা দেখতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের মধ্যে নাইমের অবস্থা আশঙ্কাজনক। দুইজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর