Friday, December 5, 2025

যশোরে প্রতারণার অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

পাঁচ গ্রাহকের লগ্নিকৃত ১৩ লক্ষাধিক টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর সদর আমলী আদালতে মামলাটি করেন সদর উপজেলার সুজলপুর গ্রামের মৃত কাজী সৈয়দ আহমেদের ছেলে কাজী মুজিবুর রহমান। মামলাটি গ্রহণ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল যশোর কোতোয়ালি থানার ওসিকে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় নথিসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডা. মোকাদ্দেস হোসেন ও চিফ ফাইন্যান্স অফিসার সামসুদ্দিন। তবে, মামলায় চেয়ারম্যানের নাম উল্লেখ করা হয়নি।

অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন লোভনীয় সুযোগ-সুবিধার প্রচারণা চালিয়ে কোম্পানিটি গ্রাহকদের কাছ থেকে অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করে। এভাবে পাঁচজন গ্রাহক ৫ থেকে ১০ বছর মেয়াদে নিয়মিত কিস্তির মাধ্যমে মোট ১৩ লাখ ৩০ হাজার ৪৪৯ টাকা জমা দেন। এর মধ্যে মামলার বাদী কাজী মুজিবুর রহমান একাই ৭৮ হাজার ৫৮১ টাকা বিনিয়োগ করেন। সম্প্রতি তিনি যশোর সদর থানার সুজলপুরে কোম্পানির শাখা অফিসে গিয়ে নিজের বিনিয়োগের অগ্রগতি জানতে চাইলে দেখতে পান অফিসে তালা ঝুলছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাড়া নেওয়া ঘর ছেড়ে উধাও হয়ে গেছেন। এরপর ভুক্তভোগীরা মোবাইল ফোনে কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা প্রতারণামূলকভাবে বিভ্রান্তিকর তথ্য দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর ৬ অক্টোবর আসামিদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠান কাজী মুজিবুর রহমানসহ ভুক্তভোগীরা। কিন্তু কোনো উত্তর না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তারা। ভুক্তভোগীদের দাবি, পরিকল্পিতভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে আসামিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তারা আদালতের মাধ্যমে টাকা ফেরত ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর