Friday, December 5, 2025

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রবাসীর স্ত্রীর মামলা

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও বিয়ে না করে হত্যার হুমকির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার রাতে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে শহরের বারান্দী ফুলতলা এলাকার মুজিবর রহমানের ছেলে এইচ এম কামরুজ্জামানের বিরুদ্ধে মামলাটি করেছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, কামরুজ্জামানের বাড়ি ও বাদীর বাড়ি পাশাপাশি এলাকায়। এছাড়াও তারা সম্পর্কে আত্মীয়। তিন বছর আগে তার স্বামী বিদেশে যান। এরপর থেকে কামরুজ্জামানের সাথে তাঁর সম্পর্ক তৈরি হয়। এমনকি প্রায়ই বাদীর বাড়িতে আসা-যাওয়া করতেন কামরুজ্জামান। এর মাঝে কামরুজ্জামান বিয়ের আশ্বাস দেন। পরে বাদী তাঁর স্বামীকে তালাক দেন। চলতি বছরের ২০ ও ২১ সেপ্টেম্বর তারা দু’জনে কুয়াকাটায় গিয়ে রাত্রি যাপন করেন। এ সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। এছাড়াও ১১ ও ১২ আগস্ট ঝিনাইদহের একটি হোটেলে গিয়ে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সম্প্রতি কামরুজ্জামান তার সাথে খারাপ আচরণ করতে থাকেন। এমনকি বিয়ের কথা বললে অস্বীকার করেন। এক পর্যায়ে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এছাড়া এসব নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেন। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। শনিবার রাতে মামলাটি কোতোয়ালি থানায় রেকর্ড করা হয়। তবে, কামরুজ্জামান পলাতক রয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর