Friday, December 5, 2025

ঝিকরগাছা পৌরসভার রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর): যশোরের ঝিকরগাছা পৌরসভার একটি গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভার কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগ থাকা সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেছেন অভিযোগকারী মো. আনিসুর রহমান। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের দরগাহবাড়ি জামে মসজিদপাড়া এলাকার বাসিন্দা।

পৌর দপ্তরের সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর আনিসুর রহমান পৌর প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, পৌরসভার ২নং ওয়ার্ডের দরগাহবাড়ি জামে মসজিদপাড়া এলাকায় ঝিকরগাছা থেকে চৌগাছার ছুটিপুর রোডের পাশে পৌরসভার নির্মিত একটি পাকা রাস্তা ও ড্রেন রয়েছে, যা মসজিদ এবং নদীর ঘাটে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়।

এই রাস্তার মুখে বসবাসকারী পৌরসভার পাম্পচালক আশরাফুল নাইম (অপু) রাস্তার জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। স্থানীয় বাসিন্দারা তাকে বাধা দিলেও তিনি নির্মাণ কাজ চালিয়ে যান। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত আশরাফুল নাইম ও তার শ্বশুর সামসুর রহমান, যিনি পৌরসভার অফিস সহায়ক পদে কর্মরত, নিজেদের চাকরির প্রভাব খাটিয়ে এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করেন। ফলে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ ঘটনায় এলাকাবাসী অভিযোগ করলে পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে রাস্তা দখলের প্রমাণ পান এবং স্থাপনা অপসারণের নির্দেশ দেন। তবে অভিযুক্ত ব্যক্তি নির্দেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পৌর প্রশাসন। ফলে রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী ও সংকীর্ণ হয়ে পড়েছে।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার বলেন, “অভিযোগের বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর