Friday, December 5, 2025

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শার্শা (যশোর) প্রতিনিধি: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় উদযাপিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস।

প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার সারা দেশে জাতীয় সমবায় দিবস পালন করা হয়। এ উপলক্ষে শার্শা উপজেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।

শনিবার (২ নভেম্বর) সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, রিপোর্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহিম, শার্শা থানার ওসি আবদুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, এসেম শাকির উদ্দিন, ব্যবসায়ী মতিউর রহমান ও শার্শা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সমবায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর