যশোর শহরের ঝুমঝুমপুর মান্দারতলা এলাকায় এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম ফারদিন আহমেদ তানভীর (২৫) । তিনি রায়পাড়া এলাকার সজল হোসেনের ছেলে এবং বর্তমানে ঝুমঝুমপুর মান্দারতলায় ভাড়া থেকে বসবাস করেন।
আহত ও তার স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে ফারদিনকে লক্ষ্য করে আজাদের ছেলে শাওন (২৬) এবং মিলনসহ অজ্ঞাত ৫/৭ জন দা ও চাকু দিয়ে আঘাত করে। এতে ফারদিনের পাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম হয়। ঘটনার পর ফারদিনের বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
তানভীরের বন্ধু অন্তু ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত দিনে যারা ছাতত্রলীগ করতেন তারা ফের বেপোরোয়া হয়ে উঠেছে। প্রতিবাদ করতে যেয়েই তানভীরসহ কয়েকজনকে ছুরিকাঘাত করে। তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। এছাড়া তানভীর যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে দাবি করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়েছে। তদন্ত শুরু করেছে।
রাতদিন নিউজ







