যশোরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় নুর নবী ইসলাম নামের এক যুুবককে ছুরিকাঘাত করেছে । রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার এড়েন্দা বাজারের নতুন মসজিদের পাশের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত নুর নবী ইসলাম এরেন্দা গ্রামের বাবুল আক্তারের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এরেন্দা এলাকার আব্দুল গনির ছেলে আয়নালএলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে প্রতিবাদ ও নিষেধ করায় তার ওপর ক্ষুব্ধ হয় আয়নাল। রোববার বিকেলে চায়ের দোকানে নুর নবীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আয়নাল চাকু ও চায়ের গ্লাস দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর নবীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
রাতদিন সংবাদ







