চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার লটারী অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টার সমায় চৗগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে ৬ষ্ঠ শ্রেণী ও ৮ম শ্রেণী এবং নবব শ্রেণীর লটারীর মাধ্যেমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি লটারী২৯৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন লটারীর মাধ্যেমে ৬ষ্ঠ শ্রেণীতে ১৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে, ৮ম শ্রেণীতে ১ শিক্ষার্থী ,নবম শ্রেণীতে ১ জন শিক্ষার্থী ভর্তি হবে।চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূমি সহকারী কমিশনার নারায়ান চন্দ্র পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইসতিয়াক আহমেদ,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নাসরীন সুলতানা,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আজিজুর রহমান আজিজ, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম,সংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, দপ্তর সম্পাদক এইচ এম ফিরোজ, সাইফুল ইসলাম, শিক্ষক আব্দুল জলিল, সালমা খাতুন, জিয়ারুল ইসলাম ,রবি্উল ইসলাম, হাফিজুর রহমান সহ ছাত্র/ছাত্রীর অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







